অর্থনীতি

ভারতে রফতানি হলো এক লাখ ৩০ হাজার কেজি ইলিশ, আয় ২০ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক

দুর্গাপূজা উপলক্ষ্যে এবার ১২ লাখ কেজি ইলিশ রফতানির অনুমতি দিয়েছিলো সরকার। ৫ অক্টোবর পর্যন্ত রয়েছে এই অনুমতির মেয়াদ। গত সোমবার পর্যন্ত ভারতে রফতানি হয়েছে এক লাখ ৩০ হাজার কেজি ইলিশ। এতে আয় হয়েছে ১৬ লাখ ৩৭ হাজার ডলার বা প্রায় ২০ কোটি টাকা।

এবছর ৩৭টি প্রতিষ্ঠানকে ইলিশ রফতানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। সোমবার পর্যন্ত ১৬টি প্রতিষ্ঠান ইলিশ রফতানি করেছে। অর্থাৎ ২১টি প্রতিষ্ঠান সোমবার পর্যন্ত কোনো ইলিশ রফতানি করতে পারেনি।

ইলিশ রফতানি হয়েছে বেনাপোল ও আখাউড়া স্থলবন্দর দিয়ে। এক দশকের মধ্যে ২০১৯ সালে ইলিশ রফতানি শুরু হয়। ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বাংলাদেশ ও মিয়ানমার থেকে ইলিশ আমদানি করে ভারত। দেশটি বাংলাদেশের তুলনায় মিয়ানমার থেকে বেশি ইলিশ আমদানি করে। 

চলতি অর্থবছরের এপ্রিল-মার্চে, দেশটি মিয়ানমার থেকে সাড়ে ছয় লাখ কেজি ইলিশ আমদানি করেছে। গড়ে ভারতের আমদানিমূল্য ছিলো ছয় ডলার ২৩ সেন্ট। অন্যদিকে, একই সময়ে বাংলাদেশ থেকে আমদানি করেছে পাঁচ লাখ ৪২ হাজার কেজি ইলিশ। গড় আমদানি মূল্য ছিল ১০ ডলার ৯৩ সেন্ট।