শিক্ষা

৫২ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫: রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজের ঈর্ষণীয় সাফল্য

নিজস্ব প্রতিবেদক

৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ে অসাধারণ ক্রীড়া সাফল্য অর্জন করেছে রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ। ধারাবাহিকতা বজায় রেখে প্রতিষ্ঠানটি এবারও কাবাডি, হ্যান্ডবল ও ফুটবল — তিনটি খেলাতেই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

প্রতিযোগিতায় কাবাডি বিভাগে রাবেয়া-আলীর মেয়েরা গোপালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়কে ২১-৩ পয়েন্টে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। হ্যান্ডবলেও একই প্রতিপক্ষের বিপক্ষে ৪-০ গোলের ব্যবধানে জয়লাভ করে তারা। অন্যদিকে, ফুটবল ম্যাচে গোপালগঞ্জ রয়েল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজকে হারিয়ে টানা তৃতীয় শিরোপা নিশ্চিত করে দলটি।

এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দ। তারা জানান, “আমাদের শিক্ষার্থীরা কঠোর পরিশ্রম, শৃঙ্খলা এবং খেলোয়াড়সুলভ মানসিকতা দেখিয়ে এ অর্জন সম্ভব করেছে। আমরা গর্বিত তাদের নিয়ে।”

তারা আরও আশাবাদ ব্যক্ত করেন, জাতীয় পর্যায়ের প্রতিযোগিতাতেও শিক্ষার্থীরা কৃতিত্বের স্বাক্ষর রাখবে।

রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজের এমন ধারাবাহিক ক্রীড়া সাফল্য কেবল উপজেলা নয়, গোটা জেলার ক্রীড়াঙ্গনে প্রতিষ্ঠানটির গৌরবোজ্জ্বল অবস্থান আরও সুদৃঢ় করেছে।