শিক্ষা

সাম্য হত্যাকাণ্ড, প্রশাসনের ব্যর্থতার অভিযোগ ছাত্রদলের

নিজস্ব প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা এসএম শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডেরর ঘটনাই প্রমাণ করে শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছে ঢাবি ছাত্রদল।

শনিবার (৩১ মে) দুপুরে মধুর ক্যান্টিনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এমন দাবি তুলে আবারও উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করে দলটি।

শহীদ সাম্য হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার এবং সাম্প্রতিক রাজনৈতিক বিষয়াবলি নিয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে ঢাবি শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, যতদ্রুত সম্ভব সাম্য হত্যার রহস্য সকলের সামনে উন্মোচন করতে হবে। একইসাথে নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতে যোগ্য ব্যক্তিদের দায়িত্ব দিতে হবে।

এসময় নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণের দাবিতে চলমান আন্দোলন আরও জোরালো করার হুশিয়ারি দিয়ে এই ছাত্রদল নেতা বলেন, জুলাই-আগস্ট অভ্যুত্থানের পর ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিতের দায় কোনোভাবেই এড়াতে পারে না বর্তমান প্রশাসন। যৌক্তিক দাবি উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরও ছাত্রদলের সঙ্গে শামিল হওয়ার আহবান জানান গণেশ চন্দ্র রায় সাহস।

একটি গোষ্ঠী সাম্য হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারকে ডাকসু-হল সংসদ নির্বাচনের মুখোমুখি দাঁড় করিয়ে প্রশাসনের ব্যর্থতাকে আড়ালের চেষ্টা করছে বলেও মন্তব্য করেন ঢাবির ছাত্রদল সভাপতি।

উল্লেখ্য, সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন। তার বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায়।

গত ১৩ মে রাতে সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে আহত হন সাম্য। রাত ১২টার দিকে তাকে ঢাকা মেডিকেলে নেয়া হলে চিকিৎসক ঘোষণা করেন। ঘটনার পরদিন নিহতের বড় ভাই শরীফুল ইসলাম গত ১৪ মে শাহবাগ থানায় ১০ থেকে ১২ জনকে আসামি করে মামলা দায়ের করেন। ওই মামলায় এখন পর্যন্ত ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ।