প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে সরকারকে একাধিকবার আলটিমেটাম দিয়েছিল সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর টিম।
সর্বশেষ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) বৈঠকে বসে তারা সোমবার (৫ আগস্ট) পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিল। কিন্তু নির্ধারিত সময় অতিক্রম হলেও কর্তৃপক্ষ সোমবার (৪ আগস্ট) সংবাদ সম্মেলনে জানিয়েছে, সেপ্টেম্বরে অধ্যাদেশ জারি করা হবে।
এ বিলম্বের প্রতিবাদে আজ শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালন করবে শিক্ষার্থীরা। রূপান্তর টিমের সদস্য আব্দুর রহমান বলেন, আমরা বারবার বলেছি শিক্ষা সিন্ডিকেটের কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। স্বতন্ত্র পরিচয়ের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছি। আমাদের ওপর চাপিয়ে দেওয়া অনিয়মের বিরুদ্ধে এই অবস্থান।
মঙ্গলবার (৫ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
আব্দুর রহমান আরও বলেন, সরকার যখন নতুন বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ প্রণয়নের কাজ শুরু করেছে, তখন তা নির্ধারিত সময়ের মধ্যেই বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে চলমান ব্যাচের শিক্ষার্থীদের নতুন বিশ্ববিদ্যালয়ের সনদ প্রদানের দাবিও জানান তারা।