ক্যাম্পাসে ছাত্রদলের কেন্দ্রীয় নেতার উপস্থিতি নির্বাচন নিয়ে আশঙ্কার জায়গা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আরিফ উল্লাহ আদিব।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে জাকসু নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করার চেষ্টা ও সামগ্রিক অব্যবস্থাপনা নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি।
আদিব বলেন, ‘উৎসবমুখর পরিবেশ ভোট শুরু হলেও বেশ কিছু অসঙ্গতি দেখা গেছে। অসম্পূর্ণ প্রস্তুতি নিয়ে এই নির্বাচনের আয়োজন করা হয়েছে।’
তিনি বলেন, ‘ক্যাম্পাসে বহিরাগত ছাত্রদলের আধিপত্য লক্ষ্য করা যাচ্ছে। তারা ভোটারদের ম্যানিপুলেট করার চেষ্টা করছে৷ বিশ্ববিদ্যালয় প্রশাসন তথ্য পেয়েও ব্যবস্থা নেয়নি।’
পোলিং এজেন্ট রাখা না রাখা নিয়ে অবহেলার অভিযোগ তুলেছেন শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী।
তিনি বলেন, ‘ছাত্রদলের কেন্দ্রীয় নেতার উপস্থিতি শঙ্কার জায়গা তৈরি করেছে। ক্যাম্পাসের বাইরে বহিরাগতদের অবস্থান আশঙ্কা তৈরি করছে। আইনশৃঙ্খলা বাহিনী শুধু অবস্থানই করছেন কিন্তু ব্যবস্থা নিচ্ছে না৷’
নির্বাচন কমিশনের ব্যাপক অব্যাবস্থাপনার অভিযোগ তুলে আদিব বলেন, ‘নারী শিক্ষার্থীদের হলগুলোতে সাংবাদিক প্রবেশ করতে দেয়া হয়নি। কাজে বাধা দেয়া হয়েছে। শহীদ সালাম-বরকত হলে শিক্ষার্থীর তুলনায় ১০০টি অতিরিক্ত ব্যালট পেপার পাওয়া গেছে৷ তাজউদ্দীন হলে ছবিযুক্ত তালিকা ছিল না। জাহানারা ইমাম হলে গার্ডকে মারধর করা হয়েছে।’
এদিকে, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) মব সৃষ্টি করে শিবিরের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়াচ্ছে বলেও অভিযোগ ভিপি প্রার্থী আদিবের।