ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেয়ার সময় একদিন করে বাড়ানো হয়েছে। তবে ছাত্রদল কিংবা অন্য কাউকে সুবিধা দিতে নয়, সবার কথা ভেবেই এ সময় বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন চীফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন।
আজ মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেয়ার সময় বাড়ানোর বিষয়ে তিনি এ কথা বলেন।
মঙ্গলবার সকাল থেকেই কয়েকজন মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিয়েছেন। দুপুর ১২টা পর্যন্ত ডাকসুর কেন্দ্রীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৮ জন; এ নিয়ে মোট সংগ্রহ করেছেন ৫৭৩ জন।
এদিকে, মনোনয়নপত্র সংগ্রহের শেষ সময় আজ বিকেল ৫টা এবং জমা দেওয়া যাবে আগামীকাল বিকেল ৫টা পর্যন্ত। এরই মধ্যে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ছাত্রশিবির ও ছাত্র অধিকার পরিষদ। ছাত্রদলের নেতারা ফরম নিয়েছেন আলাদা আলাদাভাবে। ইতোমধ্যে নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকায় মোট ভোটার রয়েছেন ৩৯,৭৭৫ জন। আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সেদিনই ঘোষণা করা হবে ফলাফল।