মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় লাস্যময়ী জেসিয়া ইসলাম। ছবি: সংগৃহীত

বিনোদন

বিশ্বমঞ্চে বাংলাদেশকে তুলে ধরেছেন জেসিয়া

নিজস্ব প্রতিবেদক

কম্বোডিয়ায় মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় লড়েছেন ২০১৭ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন জেসিয়া ইসলাম। সেরার মুকুট জয় না করতে পারলেও তার পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো।

শুধু  মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল প্রতিযোগিতা নয়, একাধিক  আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন এ সুন্দরী। বিশ্ববাসীর কাছে দেশের নাম উজ্জ্বল করেছেন।

এবারের মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল ২০২৪ প্রতিযোগিতায়  বিজয়ী হয়েছেন ভারতের মডেল র‌্যাচেল রুপ্তা। প্রথম রানার আপ জেতেন ফিলিপাইনের ক্রিস্টিন ওপিয়াজা, দ্বিতীয় রানার আপ মিয়ানমারের থে সু নি এবং তৃতীয় রানার আপ ফ্রান্সের সেফিতু কেবিনগিলি। আর জেসিয়া ছিলেন সেরা ২০ জনের তালিকাতে।

বিজয়ের মুকুট না পরতে পারলেও জেসিয়ার বিভিন্ন লুক নজর কেড়েছে সবার। আলোড়ন তুলেছে নেটপাড়ায়। কখনও খোলামেলা পোশাকে মঞ্চ কাঁপিয়েছেন আবার কখনও পোশাকের মাধমে তুলে ধরেছেন দেশের প্রতিবাদী মুহুর্ত।

আসুন এক নজরে দেখে নিই, মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় জেসিয়ার কিছু নজর কাড়া লুক-

মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় বাংলাদেশের ব্যাচ পরা জেসিয়া।