শাহরিয়ার সুমিতের পলিটিক্যাল থ্রিলার ‘মাস্টার’
রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আসন্ন ৫৫তম আসরে নির্বাচিত হয়েছে ‘নোনাজলের কাব্য’ খ্যাত নির্মাতা রেজওয়ান শাহরিয়ার সুমিতের পলিটিক্যাল থ্রিলার ‘মাস্টার’। উৎসবের দুটি গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা বিভাগের একটি ‘বিগ স্ক্রিন কম্পিটিশন’-এ লড়বে ছবিটি।
শৈল্পিক মান এবং বাণিজ্যিক আবেদন, উভয়কেই ধারণ করে এমনসব চলচ্চিত্রই ঠাঁই করে নেয় ‘বিগ স্ক্রিন কম্পিটিশন’ এ। এই বিভাগে বিজয়ী চলচ্চিত্র পাবে ৩০,০০০ ইউরো (প্রায় ৩৮ লক্ষ টাকা) সমমূল্যের পুরস্কার এবং নেদারল্যান্ডসের প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাওয়ার জন্য সার্বিক সহযোগিতা।
ক্রিস্টোফার নোলান থেকে শুরু করে বং জুন-হোর মতো নির্মাতাদের অনেকেরই আন্তর্জাতিক পরিচিতি গড়ে উঠেছিল এই উৎসবের হাত ধরে। এই বছরের উৎসবে বিশ্বের নানা প্রান্তের সেরা সব সিনেমা প্রদর্শিত হবে, যার মধ্যে অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে বাংলাদেশের এই ছবিটি।
মেজবাউর রহমান সুমনের ‘রইদ’
এছাড়া, উৎসবের মূল প্রতিযোগিতায় লড়বে মেজবাউর রহমান সুমনের ‘রইদ’। গতকাল সামাজিক মাধ্যমে এ খবর দিয়েছেন নির্মাতা। তিনি লিখেছেন, ‘এই ফেব্রুয়ারিতে, আমাদের ‘রইদ’ ছবিটি ৫৫তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব রটারড্যাম - আইএফএফআর-এ টাইগার প্রতিযোগিতায় (মূল প্রতিযোগিতা) ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে।’’
দেলুপি’ প্রদর্শিত হবে উৎসবের ‘ব্রাইট ফিউচার’ বিভাগে। এই ক্যাটাগরিতে নির্মাতার প্রথম কিংবা দ্বিতীয় নির্মাণ জায়গা পায়। ‘দেলুপি’র নির্মাতা তাওকীর ইসলাম। বেশ উচ্ছ্বসিত তিনি। শুধু নিজের জন্য নয়, একই উৎসবের তিন ক্যাটাগরিতে দেশের তিন ছবি আমন্ত্রণ পাওয়ায়। তার ভাষায়, ‘অবিশ্বাস্য! বাংলা চলচ্চিত্র এগিয়ে যাচ্ছে।
‘দেলুপি’ নির্মাণ করা হয়েছে খুলনার মাটির গন্ধ, নদীর গল্প আর মানুষের সংগ্রামকে কেন্দ্র করে। অভিনয় করেছেন খুলনার স্থানীয় শিল্পীরা।
অভিনন্দন তিনটি চলচ্চিত্রের সাথে সংযুক্ত সকলকে।’
তাওকীর ইসলামের ‘দেলুপি’