ইরানের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ বলেছেন, যেকোনো মুহূর্তে আবার তেহরান-তেল আবিব সংঘর্ষ শুরু হতে পারে। মধ্যপ্রাচ্যজুড়ে চলমান উত্তেজনার মধ্যে সোমবার (১৮ আগস্ট) তিনি এই মন্তব্য করেন। খবর মিডল ইস্ট মনিটর।
‘ইরান পরমাণু বোমা তৈরির দোরগোড়ায়’ পৌঁছে গেছে বলে দাবি করে গত ১২ জুন দেশটির পরমাণু স্থাপনা ও সামরিক বাহিনীকে লক্ষ্য করে বিমান হামলা শুরু করে ইসরাইল। এরপর হামলায় ইরানের নাতাঞ্জ, ফোরদো ও ইসফাহান শহরের পরমাণু স্থাপনাগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
পরমাণু স্থাপনাগুলোর ক্ষয়ক্ষতির পাশাপাশি ইরানের সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ বাঘাইসহ বেশ কয়েকজন উচ্চপদস্থ সেনা কর্মকর্তা ও অন্তত ১০ জন পরমাণু বিজ্ঞানী নিহত হন। পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে ইরান।
প্রায় ১২ দিন সংঘাত চলার পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ২৪ জুন ইসরাইল-ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে দুই পক্ষের মধ্যে কোনো যুদ্ধবিরতি চুক্তি হয়নি। ফলে যেকোনো সময় সংঘাত শুরু হতে পারে বলে একটা আশঙ্কা রয়েই গেছে।
সোমবার সেই আশঙ্কাই নতুন করে জানিয়েছেন ইরানের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট রেজা আরেফ। সেই সঙ্গে ইরানি বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন।
তেহরানে এক শিক্ষা সম্মেলনে সতর্ক করে তিনি বলেন, যেকোনো মুহূর্তে যুদ্ধ শুরু হতে পারে। কারণ ইসরাইল ও ইরানের মধ্যে কোনো যুদ্ধবিরতি চুক্তি হয়নি। বর্তমানে যা চলছে, তা সাময়িক সংঘর্ষবিরতি মাত্র।’
তিনি আরও বলেন, যেকোনো মুহূর্তে ইসরাইল আবারও হামলা চালাতে পারে। তা মোকাবিলা করার জন্য আমাদের প্রতি মুহূর্তে প্রস্তুত থাকতে হবে।
এর আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির সামরিক উপদেষ্টা এবং বিপ্লবী গার্ডের সাবেক কমান্ডার ইয়াহিয়া রহিম সাফাভি জানান, ইরান ‘সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য পরিকল্পনা তৈরি করছে’।
তার কথায়, ‘আমরা যুদ্ধবিরতিতে নেই, আমরা যুদ্ধের একটা পর্যায়ে আছি। আমাদের এবং যুক্তরাষ্ট্র বা ইসরাইলের মধ্যে কোনো প্রোটোকল, নিয়ন্ত্রণ বা চুক্তি লেখা হয়নি। আমি মনে করি, আরেকটি যুদ্ধ হতে পারে, এবং তার পরে আর কোনো যুদ্ধ নাও হতে পারে।’