নয়াদিল্লীতে বাংলাদেশ হাইকমিশনের সামনে প্রতিবাদে স্লোগান দেয়ার সময় হাইকমিশনের নিরাপত্তা বেষ্টনী ভাঙার চেষ্টা বা নিরাপত্তা বিঘ্নিত হওয়ার পরিস্থিতির সৃষ্টি হয়নি উল্লেখ করে ভারতের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র রণধীর জয়সওয়ালের বিবৃতি প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ।
রোববার ২১ ডিসেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক বিবৃতিতে এ কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
তিনি বলেন, এখনও পর্যন্ত ভারতে বাংলাদেশের মিশন ছোট করে আনার পরিস্থিতি তৈরি হয়নি। এখনও ভরসা রাখছি যে ভারত যথাযথ নিরাপত্তা ব্যবস্থা করবে।
তিনি আরও বলেন, নয়াদিল্লীতে বাংলাদেশ হাইকমিশনের নিরাপত্তা ব্যবস্থা যথাযথ না থাকায় নিরাপত্তাহীনতায় ভুগেছে হাইকমিশনার ও তার পরিবার।
এ সময় হাইকমিশনারকে হুমকি দেয়ার ঘটনা ঘটেছে বলে জানিয়ে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন অভিযোগ করেছেন যে, ভারতের পক্ষ থেকে যথাযথ নিরাপত্তা নিশ্চিত করা হয়নি।
তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, একদল যুবক বাংলাদেশ হাইকমিশনের সামনে বাংলাদেশের ময়মনসিংহে দিপু চন্দ্র দাসের ঘটনার প্রতিবাদ করে শ্লোগান দিয়েছে, কিন্তু বেস্টনি ভেদ করা বা নিরাপত্তা পরিস্থিতি তৈরির কোনো চেষ্টা ছিলো না।