আন্তর্জাতিক

থাইল্যান্ড-কম্বোডিয়া যুদ্ধবিরতি

নিজস্ব প্রতিবেদক

থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে কয়েক সপ্তাহ ধরে তীব্র সংঘাতের পর যুদ্ধ বিরতি চুক্তিতে সাক্ষর করেছে দেশ দুটি৷
 
স্থানীয় সময় বিকেল পাঁচটা থেকে কার্যকর হয়েছে এই চুক্তি৷ এরফলে এই দুই প্রতিবেশী দেশের মধ্যে টানা ২০ দিন ধরে চলা সংঘর্ষ বন্ধ হয়েছে৷ 

শনিবার দেশ দুটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে যুদ্ধবিরতি চুক্তির ঘোষণা দেওয়া হয়৷
 
থাইল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী নাথাফন নার্কফানিত এবং কম্বোডিয়ার প্রতিরক্ষামন্ত্রী টি সেইহা চুক্তিতে সাক্ষর করেন৷
 
কম্বোডিয়ার স্পেশাল জেনারেল বর্ডার কমিটি এক বিবৃতিতি জানায়, ‘‘এই যৌথ বিবৃতিতে সাক্ষরের পর থেকে দুই দেশ তাৎক্ষণিকভাবে যুদ্ধবিরতিতি সম্মত হয়েছে৷ স্থানীয় সময় বিকেল পাঁচটা থেকে তা কার্যকর হবে৷’’    
 
উল্লেখ্য, প্রায় তিন সপ্তাহের এ লড়াইয়ে উভয়পক্ষের অন্তত ১০১ জন নিহত এবং পাঁচ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন৷ গত কয়েক বছরের মধ্যে এটি ছিল দেশ দুটির মধ্যে সবচেয়ে তীব্র লড়াই, যেখানে যুদ্ধবিমান দিয়ে হামলাসহ রকেট বিনিময় ও ভারী কামান থেকে গোলাবর্ষণ করা হয়েছে৷
 
এর আগে গত জুলাই মাসে সীমান্তে যুদ্ধে লিপ্তে হযেছিল দুই দেশ৷ ওই সময় দুই দেশের সংঘর্ষে কয়েক ডজন মানুষ নিহত হয়েছিলেন৷ পরে যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া এবং চীনের মধ্যস্ততায় যুদ্ধবিরতিতে সম্মত হয় দেশ দুটি৷
 
এরপর ৭ ডিসেম্বের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনে আবারো সীমান্তে সংঘর্ষে লিপ্ত হয় প্রতিবেশী এই দেশ দুটি৷