সিলিন্ডারটি পরীক্ষা-নিরীক্ষার পর রেললাইন থেকে সরিয়ে ফেলা হয়েছে। ছবি: সংগৃহীত
রোববার (২২ সেপ্টেম্বর) সকালে কানপুর থেকে প্রয়াগরাজ যাচ্ছিল মালবাহী একটি ট্রেন। উত্তর প্রদেশের প্রেমপুর স্টেশনের কাছে পৌঁছলে রেললাইনে একটি গ্যাস সিলিন্ডার দেখতে পান লোকো-পাইলট। সঙ্গে সঙ্গে জরুরি ব্রেক কষেন। অল্পের জন্য রক্ষা পায় ট্রেনটি।
উত্তর মধ্য রেলওয়ের প্রধান জনসংযোগ কর্মকর্তা জানান, ভোর ৫টা ৫০ মিনিটের দিকে প্রেমপুর স্টেশনে ট্রেনটি জরুরি ব্রেক করেন চালক। রেলওয়ে আইওডব্লিউ (পরিদর্শক), নিরাপত্তা এবং অন্যান্য দলগুলো সিলিন্ডারটি পরীক্ষা-নিরীক্ষা করার পর ট্রাক থেকে সরিয়ে নেয়া হয়েছে। পরীক্ষায় করে দেখা গেছে ৫ লিটারের সিলিন্ডারটি খালি ছিলো।
ঘটনা তদন্ত করছে রেলওয়ে পুলিশ।
এর আগে চলতি মাসের শুরুর দিকে রেললাইনের ওপর রাখা একটি সিলিন্ডারের সঙ্গে প্রয়াগরাজ-ভিওয়ানি কালিন্দী এক্সপ্রেসের সংঘর্ষের ঘটনা ঘটে। যদিও ওই ঘটনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গিয়েছিল।