বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান বলেছেন গাজায় আহত হওয়া ফিলিস্তিনিদের চিকিৎসা সেবা দিতে খুব কম দেশই আগ্রহী। ডব্লিউএইচও উপত্যকার ১৫ হাজার মানুষকে বিদেশে বিশেষায়িত চিকিৎসা সেবা দিতে আবেদন করেছে, যাদের মধ্যে তিন হাজার ৮০০ শিশুও রয়েছে।
ডব্লিউএইচও প্রধান তেদরস আধানম গেব্রেয়াসুস এক্সে করা এক পোস্টে বলেন, “আমাদের যে জরুরি সমস্যাটির মুখোমুখি হচ্ছে তা হলো, খুব কম দেশই রোগীদের গ্রহণ করতে ইচ্ছুক। আমরা দেশগুলোকে এই গুরুতর অসুস্থ রোগীদের জন্য তাদের হাত বাড়িয়ে দেয়ার আহ্বান জানাচ্ছি”।
তিনি আরও বলেন, ১৪০ জন শিশুসহ প্রায় ৭০০ জন স্থানান্তরের অপেক্ষারত অবস্থায় মারা গেছেন।
গেব্রেয়াসুস ইসরায়েলকে গাজার রোগীদের অধিকৃত পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে সেবা দেয়ার অনুমতি দিতেও আহ্বান জানিয়েছেন। “যেখানে বাড়ির কাছাকাছি হাসপাতালগুলি অনেক রোগী নিতে পারে” যোগ করেন স্বাস্থ্য সংস্থার প্রধান।