বাণিজ্য যুদ্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘শেষ পর্যন্ত লড়াই’ করতে প্রস্তুত বলে জানিয়েছে চীন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনা পণ্যের ওপর অতিরিক্ত ১০০ শতাংশ শুল্কারোপের ঘোষণা দেয়ার পর ওয়াশিংটনকে এই হুঁশিয়ারি দিলো বেইজিং।
গত সপ্তাহে বিরল খনিজ (রেয়ার আর্থ) পদার্থের ওপর চীন রফতানি নিষেধাজ্ঞা আরোপের পর, শুল্কারোপ নিয়ে নতুন হুমকি দেন ট্রাম্প।
শুক্রবার (১০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। বলেন, চীন প্রতিনিয়ত শত্রুতামূলক পদক্ষেপ নিয়ে যাচ্ছে। যা বিশ্ববাজারকে স্থবির করে দেবে।
মার্কিন প্রেসিডেন্ট জানান, চীন থেকে যুক্তরাষ্ট্রগামী রফতানির ওপর ১০০ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে এবং ১ নভেম্বরের মধ্যে ‘সব ধরনের গুরুত্বপূর্ণ সফটওয়্যার’-এর ওপর নতুন রফতানি নিয়ন্ত্রণ জারি করা হবে—যা বর্তমান শুল্ক ছাড়ের মেয়াদ শেষ হওয়ার নয় দিন আগে কার্যকর হবে।
বিশ্বের বৃহৎ দুই অর্থনীতির দেশের এমন পাল্টাপাল্টি অবস্থানের পর দক্ষিণ কোরিয়ায় ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিংয়ের মধ্যে সম্ভাব্য আসন্ন বৈঠকটি হওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) এক বিবৃতিতে চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, শুল্ক যুদ্ধ ও বাণিজ্য যুদ্ধের বিষয়ে চীনের নীতি অপরিবর্তিত রয়েছে।
বিবৃতিতে তিনি বলেন, ‘আপনি যদি লড়াই করতে চান, আমরা শেষ পর্যন্ত লড়ব। আপনি আলোচনা চাইলে, আমাদের দরজা খোলা রয়েছে।’
চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, ‘যুক্তরাষ্ট্র আলোচনার চেষ্টা ও নতুন বিধিনিষেধ আরোপের হুমকি একই সঙ্গে করতে পারে না। চীনের সঙ্গে আলোচনার এটি সঠিক উপায় নয়।’
তবে ট্রাম্পও চীনের ওপর নতুন নিষেধাজ্ঞা হুমকি থেকে সরে আসার ইঙ্গিত দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় দেয়া এক পোস্টে তিনি বলেন, সব ঠিক হয়ে যাবে। যুক্তরাষ্ট্র চীনকে সহায়তা করতে চায়।