আন্তর্জাতিক

ইউরোপীয় ইউনিয়নের পণ্যে ১৫ শতাংশ শুল্ক বসাবে আমেরিকা

নিজস্ব প্রতিবেদক

ইউরোপীয় ইউনিয়নের পণ্যের ওপর মার্কিন শুল্ক হার ১৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এ সংক্রান্ত একটি চুক্তি সই হয়েছে বলে স্থানীয় সময় রোববার জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডার লেন নিশ্চিত করেছেন, ইউরোপ থেকে আসা পণ্যের ওপর মার্কিন শুল্ক ১৫ শতাংশ থাকবে। তবে এরআগে ওয়াশিংটন ইউরোপ থেকে আমদানি করা পণ্যের ওপর ৩০ শতাংশ হারে শুল্ক বসানোর হুমকি দিয়েছিল।

এরই পরিপ্রেক্ষিতে ইউরোপীয় কমিশনের সভাপতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসেন। বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট ইউরোপীয় ইউনিয়নের সাথে একটি বাণিজ্য চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তিতে ব্রাসেলস থেকে বিলিয়ন ডলারের বিনিয়োগ এবং জ্বালানি ক্রয়ের প্রতিশ্রুতিও অন্তর্ভুক্ত রয়েছে।

প্রতিবেদন বলছে, স্কটল্যান্ডের টার্নবেরিতে তাঁর গলফ রিসোর্টে উরসুলা ভন ডার লেযনের সাথে একটি সংক্ষিপ্ত বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলার সময় প্রেসিডেন্ট ট্রাম্প চুক্তির ঘোষণা দেন।

তিনি বলেন, আমরা একটি চুক্তিতে পৌঁছেছি। এটি সকলের জন্য একটি ভালো চুক্তি। এটি আমাদের আরও কাছাকাছি নিয়ে আসবে... এটি এক অর্থে একটি অংশীদারত্ব।

ইইউ প্রধান উরসুলা ভন ডার লেযন এটিকে বিশাল চুক্তি হিসেবেও প্রশংসা করেন।