আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনা না পড়েই লন্ডনে ইউরোপীয় নেতাদের সাথে বৈঠকে জেলেনেস্কি

নিজস্ব প্রতিবেদক

একের পর এক এলাকার নিয়ন্ত্রণ হারিয়ে দিশেহারা ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি। সমস্যা সমাধানে সোমবার (৮ ডিসেম্বর) লন্ডনে ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন। তবে, এই বৈঠক আসে এমন এক সময়ে যখন গতকাল রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেলেনস্কিকে সমালোচনা করেছেন যে তিনি নতুন শান্তি প্রস্তাবটি পড়েই দেখেননি। ইউক্রেনের প্রেসিডেন্টের এমন ব্যবহারে কিছুটা অসন্তুষ্ট ট্রাম্প। 

ট্রাম্প বলেন, 'যুদ্ধের ইতি টানতে আমরা রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কথা বলেছি এবং আমরা ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি সঙ্গেও কথা বলেছি। আমি বলতে চাই, আমি কিছুটা হতাশ যে প্রেসিডেন্ট জেলেনস্কি এখনও প্রস্তাবটি পড়েননি।' 

যুক্তরাষ্ট্রে মার্কিন ও ইউক্রেনীয় কর্মকর্তাদের মধ্যে দফায় দফায় চলা বৈঠক শনিবার (৬ ডিসেম্বর) কোনো দৃশ্যমান অগ্রগতি ছাড়াই শেষ হয়। কিন্তু জেলেনস্কির দাবি, শান্তি প্রতিষ্ঠায় আরও আলোচনা চালিয়ে যাওয়ায় অঙ্গীকারবদ্ধ।

ক্রেমলিনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মার্কিন দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের সাক্ষাতের পর মার্কিন ও ইউক্রেনীয় নেতাদের আলোচনা শুরু হয়। তবে মার্কিন প্রস্তাবের কিছু অংশ মস্কো প্রত্যাখ্যান করেছে।

একই সময়ে ক্রেমলিন ট্রাম্প প্রশাসনের নতুন জাতীয় নিরাপত্তা কৌশলকে স্বাগত জানিয়েছে। নতুন নীতি ইউরোপের প্রতি বিরূপ মনোভাব জোরদার করছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেস্কভ বলেছেন, 'আমরা যে সমন্বয় দেখছি, তা অনেক ক্ষেত্রে আমাদের দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।' 

উল্লেখ্য, মার্কিন সমর্থিত শান্তি প্রস্তাবটি গত মাসে প্রথম প্রকাশ করা হয়। এর পর থেকে এটিকে বেশ কয়েক দফায় সংশোধন করা হয়েছে। সমালোচকেরা বলছেন, প্রস্তাবটি রাশিয়াকে বেশি সুবিধা দেবে।