আন্তর্জাতিক

আইডিএফ হামাস টানেল ধ্বংসের প্রস্তুতি নিচ্ছে : কাৎজ

নিজস্ব প্রতিবেদক

ইসরায়েলি বাহিনীকে গাজায় হামাস টানেল ধ্বংসের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ।

এক্সে দেওয়া এক পোস্টে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বলেন, দেশটির বড় চ্যালেঞ্জ হবে ইসরায়েলি জিম্মিদের মুক্তির পর গাজার সব হামাস সন্ত্রাসী টানেল ধ্বংস করা।

তিনি বলেন, এই কাজটি যুক্তরাষ্ট্রের নেতৃত্ব ও তত্ত্বাবধানে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক ব্যবস্থার মাধ্যমে সম্পন্ন করা হবে। এতে সরাসরি সম্পৃক্ত থাকবে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ)।

কাৎজ জানান, তিনি ইতোমধ্যেই আইডিএফকে এই অভিযানের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন।

এদিকে, গাজা উপত্যকায় যুদ্ধবিরতি ঘোষণার পর পাঁচ লক্ষাধিক মানুষ গাজা শহরে ফিরে এসেছেন। ইসরায়েলের হামলা শুক্রবার বন্ধ হওয়ার পরপরই ব্যাপক জনস্রোত দেখা গেছে।

যুদ্ধ থেমে যাওয়ায় ধ্বংসস্তূপে ঢাকা গাজা আবারও মানুষের পদচারণায় মুখর হতে শুরু করেছে।

দুই বছরের দীর্ঘ সংঘাতের পর ফিলিস্তিনিরা এখন ক্ষয়ক্ষতির হিসাব নিচ্ছেন। ইসরায়েলের লাগাতার বিমান ও স্থল হামলায় ইতিমধ্যে ৬৭ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে, আর গাজার বেশিরভাগ এলাকা পরিণত হয়েছে ধ্বংসস্তূপে।