আন্তর্জাতিক

নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন সুশীলা কার্কি

Reporter

নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করা হয়েছে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কির নাম। তিনি নেপালের সুপ্রিম কোর্টের ইতিহাসে প্রথম নারী প্রধান বিচারপতি ছিলেন।

প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগের পর দেশ রাজনৈতিক অস্থিরতায় পড়ে। বর্তমান সংসদ ভেঙে দিয়ে নতুন নির্বাচন না হওয়া পর্যন্ত অন্তর্বর্তী সরকার পরিচালনা করবেন সুশীলা কার্কি।

অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে কুলমন ঘিসিং এবং বালেন্দ্র শাহের নামও আলোচনায় ছিল। তবে বুধবার তরুণ প্রজন্মের রাজনৈতিক শক্তি "Gen Z" সুশীলাকে তাদের নেতা হিসেবে ঘোষণা করে। সেনার সঙ্গে আলোচনা শেষে অবশেষে তাঁকেই অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়।