আন্তর্জাতিক

অপরাধীদের ছাড় নয়, বিক্ষোভের সহিংসতা তদন্ত হবে: সুশীলা কার্কি

Reporter

নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কি বলেছেন, জেন-জি বিক্ষোভ চলাকালে ভাঙচুর ও অগ্নিসংযোগ দেশের বিরুদ্ধে অপরাধমূলক কাজ। তিনি দোষীদের বিচারের মুখোমুখি করার ঘোষণা দিয়েছেন।

রোববার (১৪ সেপ্টেম্বর) কাঠমান্ডু পোস্টের প্রতিবেদনে জানানো হয়, দায়িত্ব নেওয়ার পরদিনই সিংহদরবারে প্রথম বক্তব্যে প্রধানমন্ত্রী কার্কি বিক্ষোভে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ ও নির্বাচনের প্রতিশ্রুতি দেন।

তিনি আরও বলেন, ‘এ ধরনের অপরাধ তদন্ত করে সত্য উদঘাটন করতে হবে এবং দোষীদের শাস্তি দিতে হবে। মাত্র ২৭ ঘণ্টার বিক্ষোভে যে পরিবর্তন এসেছে, তা আমি আগে কখনো দেখিনি।’

কার্কি জানান, সিংহদরবার, পার্লামেন্ট ভবন, সুপ্রিম কোর্ট, ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যক্তিগত সম্পত্তিতে হামলার তদন্ত করা হবে। তিনি অভিযোগ করেন, বিক্ষোভের নামে সহিংস ঘটনাগুলো পরিকল্পিত ও ষড়যন্ত্রের অংশ হতে পারে।

অন্তর্বর্তী প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমি ইচ্ছা করে দায়িত্ব নিইনি, আপনাদের অনুরোধেই এসেছি। এ প্রজন্মের দাবি পূরণে আমাদের দৃঢ় সংকল্পে কাজ করতে হবে।’

তিনি সবাইকে ইতিবাচক মানসিকতা নিয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াতে ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন।

সূত্র: দ্যা কাঠমাণ্ডু পোস্ট।