আন্তর্জাতিক

ইসরায়েল বেশি দিন টিকবে না, জুমার খুতবায় খামেনি

শুক্রবার ইরানের রাজধানী তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লা মসজিদে জুমার খুতবায় এ কথা বলেন খামেনি

মোঃ সিফাত মাহামুদ

ইহুদিবাদী ইসরায়েলের অস্তিত্ব কৃত্রিম, এটা বেশি দিন টিকবে না, পবিত্র জুমার বিরল এক খুতবায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এমন কথা বলেছেন। ইসরায়েল পুরোপুরি আমেরিকার সহায়তায় নিজের অস্তিত্ব ধরে রেখেছে। তিনি বলেন, ইসরায়েলি বর্বর হামলা সত্ত্বেও হিজবুল্লাহ ও হামাস পিছু হটবে না।

শুক্রবার ইরানের রাজধানী তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লা মসজিদে জুমার খুতবায় এ কথা বলেন খামেনি। প্রায় পাঁচ বছর পর জুমার খুতবা দিলেন তিনি। খুতবায় তিনি বিশ্বব্যাপী মুসলিমদের এক হওয়ার আহ্বান জানিয়েছেন। ইসরায়েল সরকারকে রক্তচোষা শাসকগোষ্ঠী এবং যুক্তরাষ্ট্রকে এ অঞ্চলে ‘পাগলা কুকুর’ বলেও অভিহিত করেন খামেনি।

সম্প্রতি ইসরায়েলে ইরান যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, তার প্রশংসা করে খামেনি বলেন, ‘কয়েক রাত আগে আমাদের সশস্ত্র বাহিনীর অভিযান (ইসরায়েলে) ছিল সম্পূর্ণ আইনসম্মত ও বৈধ। ইসরায়েলের অপরাধের ন্যূনতম শাস্তি এই ক্ষেপণাস্ত্র হামলা।’

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায়। এই হামলাকেও যৌক্তিক ও আইনসম্মত বলে অভিহিত করেন খামেনি। তিনি বলেন, এমন কোনো একক আদালত বা আন্তর্জাতিক সংস্থা নেই, ফিলিস্তিনি জনগণকে শুধু তাদের মাতৃভূমিকে রক্ষা করার জন্য দোষারোপ করতে পারে।