আন্তর্জাতিক

সুদানের প্রধান বন্দরে হামলা

নিজস্ব প্রতিবেদক

সুদানের সেনাবাহিনী ও আধা-সামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর মধ্যে যুদ্ধের জেরে পোর্ট সুদান শহরে টানা তৃতীয় দিনেও একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং একটি বিশাল অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

মঙ্গলবার (৬ মে) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার শহরটিতে হামলার পর দেশটির প্রধান সমুদ্রবন্দরের আশেপাশে কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। এই শহরটি দেশটির সেনাবাহিনীর অন্যতম প্রধান ঘাঁটি এবং দুই বছর ধরে চলা সংঘাতে বাস্তুচ্যুত লাখ লাখ মানুষের আশ্রয়স্থল।

সম্প্রতি, খার্তুমসহ গুরুত্বপূর্ণ এলাকা হাতছাড়া হয়ে যায় র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ)। মূলত এরপর থেকেই ড্রোন হামলা বাড়িয়ে দিয়েছে তারা। ২০১৩ সালের এপ্রিল থেকে সেনাবাহিনীর সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ে আরএসএফ।