আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের হামলার আশঙ্কায় গেরিলা প্রস্তুতি নিচ্ছে ভেনিজুয়েলা

নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য বিমান বা স্থল হামলার ক্ষেত্রে গেরিলা কৌশলে প্রতিরোধ গড়তে প্রস্তুতি নিচ্ছে ভেনিজুয়েলা। দেশটি পুরনো রুশ তৈরি অস্ত্রসহ বিভিন্ন সামরিক সরঞ্জাম মোতায়েন শুরু করেছে বলে রয়টার্স জানিয়েছে। সংস্থাটি সরকারি নথি ও সংশ্লিষ্ট সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, হামলার আশঙ্কায় দেশটি গেরিলা ধাঁচের প্রতিরোধ বা বিশৃঙ্খলা সৃষ্টি–এই দুই কৌশলেই প্রস্তুতি নিচ্ছে।

এই পদক্ষেপ মূলত ভেনিজুয়েলার সামরিক দুর্বলতার এক নিঃশব্দ স্বীকারোক্তি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ক্যারিবীয় অঞ্চলে মাদকবাহী জাহাজে একাধিক হামলার পর বলেছিলেন, ‘এরপর ভূমিতেও অভিযান হতে পারে।’ যদিও পরে তিনি ভেনিজুয়েলার ভেতরে হামলার পরিকল্পনা অস্বীকার করেন। অন্যদিকে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দাবি করেন, ট্রাম্প তাকে ক্ষমতাচ্যুত করতে চান এবং জনগণ ও সেনাবাহিনী তা প্রতিহত করবে।

রইটার্সের সঙ্গে কথা বলা ছয়জন সূত্র জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের তুলনায় ভেনিজুয়েলার সেনাবাহিনী দুর্বল—অপর্যাপ্ত প্রশিক্ষণ, কম বেতন ও নষ্ট সরঞ্জামের কারণে তাদের সক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। এমনকি কিছু ইউনিটের কমান্ডার স্থানীয় খাদ্য উৎপাদকদের সঙ্গে চুক্তি করে সৈন্যদের খাবারের ব্যবস্থা করছেন বলেও জানা গেছে।

এই পরিস্থিতিতে মাদুরো সরকার দুটি সম্ভাব্য কৌশল নিয়েছে। প্রথমটি হলো ‘দীর্ঘস্থায়ী প্রতিরোধ’ বা গেরিলা কৌশল, যার কথা রাষ্ট্রীয় টেলিভিশনেও উল্লেখ করা হয়েছে। এতে দেশজুড়ে ২৮০টিরও বেশি স্থানে ছোট ছোট সামরিক ইউনিট নাশকতা ও গেরিলা তৎপরতা চালাবে বলে পরিকল্পনা করা হয়েছে।

দ্বিতীয় কৌশলটির নাম ‘অরাজকতা সৃষ্টি’। এতে গোয়েন্দা সংস্থা ও ক্ষমতাসীন দলের সশস্ত্র সমর্থকদের ব্যবহার করে রাজধানী কারাকাসসহ দেশের বিভিন্ন স্থানে বিশৃঙ্খলা ছড়ানোর পরিকল্পনা রয়েছে। এর লক্ষ্য হবে দেশটিকে বিদেশি বাহিনীর জন্য ‘অশাসনযোগ্য’ করে তোলা।

তবে এসব কৌশল কতটা কার্যকর হবে তা নিয়ে সংশয় রয়েছে। এক সরকারি সূত্র বলেছেন, ‘একটি প্রচলিত যুদ্ধে আমরা দুই ঘণ্টারও বেশি টিকতে পারব না।’ আরেক নিরাপত্তা সূত্রের ভাষায়, ‘আমরা বিশ্বের অন্যতম শক্তিশালী সেনাবাহিনীর সঙ্গে লড়াই করার মতো প্রস্তুত বা পেশাদার নই।’

সরকারি যোগাযোগ মন্ত্রণালয় এ বিষয়ে রইটার্সের প্রশ্নের কোনো জবাব দেয়নি। তবে ভেনিজুয়েলার উচ্চপদস্থ কর্মকর্তারা প্রকাশ্যে যুক্তরাষ্ট্রের সামরিক হুমকিকে গুরুত্বহীন বলে মন্তব্য করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী দিয়োসদাদো কাবেলো এক টেলিভিশন অনুষ্ঠানে বলেন, ‘তারা ভাবে কয়েকটা বোমা ফেললেই সব শেষ হয়ে যাবে! এই দেশে?’

প্রেসিডেন্ট মাদুরোও বারবার সেনাদের প্রশংসা করে বলেছেন, তারা স্বাধীনতার নায়ক সিমন বলিভারের উত্তরসূরি—দেশ রক্ষায় তারা শেষ পর্যন্ত লড়ে যাবে।

সূত্র: রয়টার্স