অপরাধ

মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেল পলাতক আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

দস্যুতাসহ হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত জেল পলাতক আসামি মো. রাসেল মিয়া জুয়েলকে (২৬) গ্রেপ্তার করেছে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)।

বৃহস্পতিবার (২৬ জুন) গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ জেলার মহেষপুর থানাধীন জলিলপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামির বাড়ি ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার তারাটি চরপাড়া এলাকায়।

জানা যায়, ২০১৬ সালে গ্রেপ্তারকৃত আসামি মো. রাসেল মিয়া জুয়েল ও তার সহযোগীরা ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী একটি ট্রেনে দস্যুতা করা কালে ভিকটিম বাধা দিলে তাকে চলন্ত ট্রেন থেকে ফেলে দিয়ে হত্যা করে। উক্ত ঘটনায় ভৈরব রেলওয়ে থানায় একটি মামলা হয়। মামলা তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে চার্জশীট দাখিলের পর বিজ্ঞ আদালত বিচার শেষে আসামি মো. রাসেল মিয়া জুয়েল ও তার সহযোগী আসামিদের মৃত্যুদণ্ড প্রদান করেন। আসামি উক্ত মামলায় কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে আটক ছিলেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের পর উদ্ভূত পরিস্থিতির সুযোগে গ্রেপ্তারকৃত আসামি মো. রাসেল মিয়া জুয়েল কাশিমপুর হাইসিকিউরিটি কারাগার থেকে পলায়ন করে আত্মগোপন করেন। কারা কর্তৃপক্ষ উক্ত ঘটনায় কোনাবাড়ি থানার মামলা করেন। উক্ত আসামি দীর্ঘদিন দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন এবং অবৈধভাবে দেশত্যাগের চেষ্টা করছিলেন। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।