অপরাধ

১৩,৫০০ পিস ইয়াবা ও ছয় কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার ০৪

Reporter

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ১৩,৫০০ পিস ইয়াবা ও ছয় কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির যাত্রাবাড়ী থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো: ১। মোঃ স্বপন (২১) ২। মোঃ রাব্বি (২৪) ৩। মোঃ মুন্না (১৯)। ও ৪। মো: মামুন (২৫)।

যাত্রাবাড়ী থানা সূত্রে জানা য়ায, যাত্রাবাড়ী থানার একটি টিম শনিবার (২০ সেপ্টেম্বর ২০২৫) ভোর আনুমানিক ০৪:৩০ ঘটিকার সময় যাত্রাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে ছয় কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ স্বপন, রাব্বি ও মুন্নাকে গ্রেফতার করে। একই দিন থানার অপর একটি টিম যাত্রাবাড়ী থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ইনকামিং কুতুবখালী এলাক থেকে মামুনকে ১৩ হাজার ৫০০ পিস ইয়াবা ও একটি পিকআপসহ গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে ইয়াবা ও গাঁজা নিয়ে এসে রাজধানী ঢাকায় বিক্রয় করতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।