গাজীপুর মহানগরীর গাছা থানা এলাকায় অভিযান চালিয়ে বিদেশী মদসহ এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।
গাছা থানা সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার (২০ আগস্ট ২০২৫) দিবাগত রাত ১টা ৩০ মিনিটের দিকে এসআই (নিঃ) সুকান্ত কুমার পাল সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে গাছা থানাধীন সাইনবোর্ড এলাকার মেম্বার বাড়ী রোড, জালাল মার্কেটের একটি ভাড়াকৃত বাসায় অভিযান পরিচালনা করেন। এ সময় ওই বাসার শয়নকক্ষ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ২৫ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।
অভিযানে ভাড়াটিয়া মোসাঃ মরিয়ম আক্তার (২০) কে গ্রেফতার করা হয়। তিনি কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর থানার উসমানপুর গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি গাজীপুর মহানগরের গাছা থানার সাইনবোর্ড উত্তর খাইলকুর এলাকার সোলাইমানের বাড়িতে ভাড়া থেকে বসবাস করছিলেন।
এ ঘটনায় গাছা থানার অফিসার ইনচার্জ মামলা দায়ের করেন। মামলা নং-২০, তারিখ-২০/০৮/২০২৫; ধারা-২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) এর ২০(ক)/৪১ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।