রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন জাতীয় নিউরো সায়েন্স হাসপাতালের সামনের রাস্তায় যানবাহন চলাচলে প্রতিবন্ধকতাকারী অবৈধ দোকান উচ্ছেদকালে কর্তব্যরত ট্রাফিক পুলিশের উপর হামলার ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে সিটিটিসি। গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ হাফিজুল শেখ (৪২) এবং ২। মোঃ জাহিদুল ইসলাম (৫০)।
সিটিটিসি সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত দুইজনসহ অজ্ঞাতনামা ২০/২৫ জন হাতে বাঁশের লাঠি, লোহার রড ও দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বেআইনি জনতায় দলবদ্ধভাবে সার্জেন্ট মোঃ আরিফুজ্জামানসহ তার সঙ্গে নিয়োজিত ট্রাফিক সহায়তাকারীদের উপর অতর্কিতভাবে হামলা চালায়।
উক্ত ঘটনার প্রেক্ষিতে মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৬.১৫ ঘটিকায় সিটিটিসি'র স্পেশাল অ্যাকশন গ্রুপের এন্টি ইলিগ্যাল আর্মস টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় বাংলামোটর এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করা হয়েছে।