রাজধানীর চকবাজারে ঔষধ ব্যবসায়ী মোঃ নাহিদুল ইসলাম (৩৭)-এর উপর ছুরিকাঘাতের ঘটনায় হামলাকারীকে গ্রেফতার করেছে ডিএমপির চকবাজার থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম সাদ্দাতুল ইসলাম আপন ভূঞা (২১)।
শনিবার (১৯ জুলাই ২০২৫ খ্রি.) রাত আনুমানিক ৮:৩০ ঘটিকায় বংশাল থানাধীন সাতরওজা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
চকবাজার থানা সূত্রে জানা যায়, গত বুধবার (১৬ জুলাই ২০২৫ খ্রি.) বিকেল আনুমানিক ৩:১৬ ঘটিকার দিকে ১২৪ নাজিম উদ্দিন রোডে শাহী মসজিদের নিচতলায় অবস্থিত "আব্দুল্লাহ ফার্মেসী"র মালিক মোঃ নাহিদুল ইসলাম (৩৭)-এর উপর একটি মারাত্মক হামলার ঘটনা ঘটে। অজ্ঞাতনামা এক দুষ্কৃতকারী দোকানে প্রবেশ করে বাদীর বুকের বাম পাশে চাকু দিয়ে আঘাত করে গুরুতর জখম করে পালিয়ে যায়। এ ঘটনায় ভিকটিমের অভিযোগের ভিত্তিতে চকবাজার থানায় গত ১৬ জুলাই ২০২৫ খ্রি. একটি মামলা রুজু করা হয়।
মামলার এজাহারে বলা হয়, ঘটনার দিন (১৬ জুলাই ২০২৫ খ্রি.) দুপুর আনুমানিক ১২:৩৫ ঘটিকার দিকে অজ্ঞাতনামা এক ব্যক্তি তাঁর দোকানে এসে অতিরিক্ত ঘুমের ওষুধ ক্রয়ের অনুরোধ করেন। ডাক্তারের প্রেসক্রিপশন দেখতে চাওয়ায় ঐ ব্যক্তি তাঁকে অশোভন ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দিয়ে চলে যান। পরবর্তীতে, একই দিন বিকেল ৩:১৬ ঘটিকায় ঐ ব্যক্তি পুনরায় দোকানে এসে বাদীর উপর চাকু দিয়ে আক্রমণ করে, যার ফলে তিনি গুরুতর রক্তাক্ত জখম প্রাপ্ত হন। আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হওয়ার পর বাদী চকবাজার মডেল থানায় অভিযোগ দায়ের করেন।
থানা সূত্রে আরো জানা যায়, মামলা রুজুর পর চকবাজার জোনের সহকারী পুলিশ কমিশনারের নেতৃত্বে ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ, বিশ্বস্ত সোর্সের তথ্য এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামীকে শনাক্ত করে চকবাজার থানার একটি টিম। শনিবার (১৯ জুলাই ২০২৫ খ্রি.) রাত আনুমানিক ৮:৩০ ঘটিকায় বংশাল থানাধীন সাতরওজা এলাকায় অভিযান পরিচালনা করে সাদ্দাতুল ইসলাম আপন ভূঞাকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বংশাল থানাধীন ৬৬/১, সাতরওজা, আগাসাদেক রোডের একটি বাসার বাথরুমের ফল্স ছাদ থেকে ঘটনায় ব্যবহৃত চাকু, আসামীর পরিহিত জামা, প্যান্ট এবং স্যান্ডেল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।