অপরাধ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ৪৩ নেতাকর্মী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে নাশকতার চেষ্টা ও ঝটিকা মিছিলের সাথে জড়িত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ৪৩ (তেতাল্লিশ) নেতাকর্মী গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)|

গত ২৪ ঘণ্টায় রাজধানীর একাধিক স্থানে এসব অভিযান পরিচালিত হয়। ডিবির ওয়ারী, লালবাগ, মতিঝিল, তেজগাঁও, মিরপুর, গুলশান, রমনা, উত্তরা ও সাইবার ক্রাইম বিভাগের টিমগুলো এসব অভিযান পরিচালনা করে।

গ্রেফতারকৃতরা হলো-১। মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মমিনুল হক টিটু (৫৪) ২। ঢাকা মহানগর দক্ষিণ ২৪ নং ওয়ার্ড ৮ নং ইউনিটের যুবলীগ সভাপতি মোঃ সবুজ (৩৪) ৩। মাদারীপুর জেলার রাজৈর থানার সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম (৪৬) ৪। কেন্দ্রীয় কমিটির কৃষক লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মো: মোশারফ হোসেন আলমগীর (৫৪) ৫। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ ফয়সাল (৪৩) ৬। ঢাকা মহানগর উত্তর ৯৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নূরুন্নবী ইফতেখার ওরফে রাজিব (৪৫) ৭। ঢাকা মহানগর উত্তর মহিলালীগের সভাপতি সুলতানা রাবেয়া পপি (৪০) ৮। মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর সরকারী কলেজ শাখার ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ আজিম খান (৩৭) ৯। আওয়ামী লীগের সক্রিয় কর্মী মোঃ পলাশ খান (৪২) ১০। আওয়ামী লীগের সক্রিয় কর্মী এস এম আবুল হোসেন লিটন (৭০) ১১। আওয়ামী লীগের সক্রিয় কর্মী আজিজুর রহমান ওরফে এ আর ডাবলু (৩৫) ১২। শরীয়তপুর জেলা জাজিরা থানার আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মোঃ আব্দুস সালাম (৩৫) ১৩। ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক মোঃ ইমরান হোসেন আবির (২৮) ১৪। আওয়ামী লীগের ডেমরা শাখার সক্রিয় কর্মী মোঃ আব্দুল মান্নান (৫৫) ১৫। ক্যান্টনমেন্ট থানার ১৫ নং ওয়ার্ডের যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ গোলাম মোস্তফা (৫৪) ১৬। ক্যান্টনমেন্ট থানা যুব লীগের ১৫ নং ওয়ার্ডের সক্রিয় কর্মী মোঃ আফজাল হোসেন রনি (৩৮) ১৭। আওয়ামী লীগের সক্রিয় কর্মী গিয়াসউদ্দিন আহমেদ মাসুম (৫১) ১৮। ঢাকা মহানগর উত্তর ২০নং ওয়ার্ড শ্রমিক লীগের সহ-সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক (৪৬) ১৯। সবুজবাগ থানা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ তাওহীদ হোসেন (৫৫) ২০। গাজীপুর জেলার শ্রীপুর থানার স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও প্রচার ও গবেষণা সম্পাদক মোঃ ফরহাদ শেখ (৪৫) ২১। টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও বহুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ জুয়েল আল মামুন (৪৩) ২২। ঢাকা বিশ্ববিদ্যালয় সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রলীগের অর্থ বিষয়ক সম্পাদক ইকরামুল হক (২৫) ২৩। গাজীপুর জেলা কালিগঞ্জ উপজেলার চেয়ারম্যান মোঃ আমজাদ হোসেন (৪৮) ২৪। নেত্রকোণা সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফ আহম্মেদ জুবায়ের (৩৬) ২৫। নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলা ছাত্রলীগের সক্রিয় কর্মী পারভেজ মোশারফ (৩২) ২৬। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ১৪ নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম (৫২) ২৭। পাবনা জেলা ঈশ্বরদী উপজেলার দাশুরিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু সিদ্দিক খান (৩৫) ২৮। তেজগাঁও থানা ২৬ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ মনির হোসেন (২৫) ২৯। ডেমরা থানা সারুলিয়া ইউনিয়ন ১০ নং ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি মোঃ হাফিজুর রহমান খাঁন (৪০) ৩০। চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দার (৬৫) ৩১। আওয়ামী লীগের সক্রিয় কর্মী মোঃ সিরাজুদ্দৌলা শিকদার (৩৫) ৩২। আওয়ামী লীগের সক্রিয় কর্মী মোঃ আজাদ (৩৮) ৩৩। বাংলাদেশ হকার্স লীগের সদস্য মোহাম্মদ খাইরুল বাশার মামুন (৪০) ৩৪। নোয়াখালী জেলার সেনবাগ থানার ২১ নং ওয়ার্ডের যুবলীগ সদস্য জাকির হোসেন (২৬)। ৩৫। কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানার ২১ নং ওয়ার্ড যুবলীগের সদস্য শাহজাহান (৫৯) ৩৬। শরিয়তপুর জেলার ডামুড্যা থানার ২১ নং ওয়ার্ড যুবলীগের সদস্য পলাশ বেপারী (৩৬) ৩৭। ডেমরা থানা ২১ নং ওয়ার্ড যুবলীগের সদস্য হৃদয় শেখ ওরফে মামুন (৩৫) ৩৮। আওয়ামী লীগের সক্রিয় কর্মী মোঃ লিখন শেখ (৩২) ৩৯। আওয়ামী লীগের সক্রিয় কর্মী মোঃ আল ইসলাম (৩৩) ৪০। সাতক্ষীরা জেলার আশাশুনি থানার ৫ নং বড় দল ইউনিয়ন চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা (৫৬) ৪১। সাতক্ষীরা জেলার আশাশুনি থানার শ্রমিক লীগের সাবেক সভাপতি মোঃ শামছুল আলম (৪১) ৪২। সাতক্ষীরা জেলার আশাশুনি থানার সাধারণ সম্পাদক শম্ভু চরণ মন্ডল (৫৮) ও ৪৩। আওয়ামী লীগের সক্রিয় কর্মী জহিরুল ইসলাম (৩০)।

গ্রেফতারকৃত ব্যক্তিরা নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠনের সক্রিয় সদস্য। গ্রেফতারকৃত এ্যাডভোকেট এস এম আবুল হোসেন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঝটিকা মিছিলে লোক সংগ্রহকারী ও সংগঠক।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।