অপরাধ

অপারেশন ‘ডেভিল হান্ট ফেজ–২’: দেশে ২৪ ঘণ্টায় ৫১০ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

অবৈধ কার্যক্রম দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দেশজুড়ে পরিচালিত অপারেশন ‘ডেভিল হান্ট ফেজ–২’-এর অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় ৫১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

এই সময়ে অভিযানে ৬টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। পাশাপাশি পুলিশি তল্লাশি কার্যক্রমের অংশ হিসেবে ৩৬,৭২১টি মোটরসাইকেল এবং ৪৮,৩৮৪টি গাড়ি তল্লাশি করা হয়েছে। তল্লাশির সময় ২৭১টি অবৈধ মোটরসাইকেল আটক করা হয়েছে।

পুলিশ জানায়, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে এমন অভিযান চলমান থাকবে।