অপরাধ

শাহআলীতে চুরির ঘটনায় স্বর্ণালংকার উদ্ধারসহ গ্রেফতার ০১

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর শাহআলী থানাধীন একটি ফ্ল্যাটে চুরির ঘটনায় স্বর্ণালংকার উদ্ধারসহ একজনকে গ্রেফতার করেছে শাহআলী থানা পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ নাসির (৩৫) ।

শাহআলী থানা সূত্রে জানা যায়, গত ১২ অক্টোবর বিকাল আনুমানিক ০৫:০০ ঘটিকা হতে সন্ধ্যা ০৭:০০ ঘটিকার মধ্যে শাহআলী থানাধীন একটি ফ্ল্যাটে চুরির ঘটনা ঘটে। অজ্ঞাতনামা চোরেরা ফ্ল্যাটের মেইন দরজার তালা ভেঙে প্রবেশ করে ৭ ভরি ৪ আনা ওজনের বিভিন্ন স্বর্ণালংকার ও ৪ ভরি ৮ আনা ওজনের বিভিন্ন রুপার অলংকার চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় বাদী মোঃ শাকিলুর ইসলামের অভিযোগের প্রেক্ষিতে শাহআলী থানায় একটি চুরির মামলা রুজু করা হয়।

থানা সূত্রে আরও জানা যায়, শাহআলী থানার একটি টিম মামলার তদন্তকালে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও প্রযুক্তির সহায়তায় আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যা আনুমানিক ০৭:০০ ঘটিকায় মিরপুর এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনায় জড়িত মোঃ নাসির কে গ্রেফতার করে। তার দেওয়া তথ্য মতে চুরি যাওয়া ৭ ভরি ৪ আনা স্বর্ণালংকার এবং ৪ ভরি ৮ আনা রুপার অলংকার উদ্ধার করে।

গ্রেফতারকৃত নাসিরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে চুরির বিষয়টি স্বীকার করে।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।