রাজধানীর পল্লবী থানা এলাকায় বিদেশী পিস্তল, ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলিসহ একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পল্লবী থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম- ১। মোঃ ইউসুফ আলী (৪৫)।
বুধবার (১৪ জানুয়ারি ২০২৬) রাত আনুমানিক ১২:০৫ টায় পল্লবী থানাধীন সেকশন-১১ বাউনিয়াবাদ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
পল্লবী থানা সূত্রে জানা যায়, বুধবার রাতে পল্লবী থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে পল্লবী থানাধীন সেকশন-১১ বাউনিয়াবাদ এলাকার হ্যাভেন সিটির পশ্চিম পাশে অস্ত্র ও গুলিসহ একজন অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলিসহ ইউসুফ আলীকে গ্রেফতার করা হয়। এ সংক্রান্তে গ্রেফতারকৃতের বিরুদ্ধে পল্লবী থানায় একটি অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।