অপরাধ

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৪৫০০ মামলা

নিজস্ব প্রতিবেদক

গত দুইদিনে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৪৫০০ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-মতিঝিল বিভাগে ৩১ টি বাস, ২ টি ট্রাক, ২৪ টি কাভার্ডভ্যান, ৮৯ টি সিএনজি ও ২৮৫ টি মোটরসাইকেলসহ সহ মোট ৪৮০ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ১২৯ টি বাস, ১৫৫ টি ট্রাক, ১৪৫ টি কাভার্ডভ্যান, ১৭৪ টি সিএনজি ও ৫৫৮ টি মোটরসাইকেলসহ মোট ১৩৯৭ টি মামলা হয়েছে। ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৯ টি বাস, ৬ টি ট্রাক, ১৪ টি কাভার্ডভ্যান, ৩৩ টি সিএনজি ও ১৫৬ টি মোটরসাইকেলসহ মোট ২৮৯ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১৩৯ টি বাস, ৩৩ টি ট্রাক, ৫৮ টি কাভার্ডভ্যান, ১২২ টি সিএনজি ও ৭৬২ টি মোটরসাইকেলসহ মোট ১৩০৫ টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-গুলশান বিভাগে ১৩ টি বাস, ৭ টি ট্রাক, ১২ টি কাভার্ডভ্যান, ১৩ টি সিএনজি ও ১০৫ টি মোটরসাইকেলসহ মোট ২৩৩ টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৩০ টি বাস, ৮ টি ট্রাক, ১৫ টি কাভার্ডভ্যান, ৫৫ টি সিএনজি ও ১৫৯ টি মোটরসাইকেলসহ মোট ৩৫১ টি মামলা হয়েছে।

ট্রাফিক-রমনা বিভাগে ১০ টি বাস, ৩ টি কাভার্ডভ্যান, ২০ টি সিএনজি ও ১০১ টি মোটরসাইকেলসহ মোট ১৯৮ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৩ টি বাস, ১২ টি ট্রাক, ২ টি কাভার্ডভ্যান, ১৯ টি সিএনজি ও ১৯৯ টি মোটরসাইকেলসহ মোট ২৪৭ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৬৬৫ টি গাড়ি ডাম্পিং ও ২১৩ টি গাড়ি রেকার করা হয়েছে।

গত বৃহস্পতিবার ও শুক্রবার ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।