অপরাধ

বিভিন্ন অপরাধে জড়িত গ্রেফতার ২১

নিজস্ব প্রতিবেদক

অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন অপরাধ প্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর থানা পুলিশ।

মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৮ অক্টোবর ২০২৫) দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে অত্র থানা এলাকার বিভিন্ন স্থান হতে ২১ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- ১। মোকারম হোসাইন রুদ্র (২৫) ২। সাইফুল ইসলাম পাপ্পু (৩০) ৩। সানোয়ার (৩০) ৪। রহমতুল্লাহ (২০) ৫। কাউসার বাঘা ঝন্টু (৩০) ৬। রায়হান (২৫) ৭। রনি শাহাদাত (৩৮) ৮। বাদশা রাজু (২৯) ৯। সজীব (২১) ১০। ইকবাল মেহেদী (২৭) ১১। মনিরুজ্জামান রাকিব (২৫) ১২। মারুফ (২২) ১৩। হোসেন (২৬) ১৪। সাগর (২১) ১৫। সাহিল (২২) ১৬। সোহাগ (২০) ১৭। আরিফুল ইসলাম (১৯) ১৮। আরমান (৩৮) ১৯। সানজু (২৪) ২০। সাজ (২৩) ও ২১। রস্তুম (৩৫)।

থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে নিয়মিত মামলার আসামি, মাদক মামলার আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী।

গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।