অপরাধ

অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: পাঁচ থানায় ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৩ জন

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৫৩ (তিপ্পান্ন) জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যাত্রাবাড়ী, বনানী, কলাবাগান, রূপনগর ও হাতিরঝিল থানা পুলিশ। এর মধ্যে যাত্রাবাড়ী থানা ১৯ জন, বনানী থানা ১৪ জন , কলাবাগান থানা একজন, রূপনগর থানা ১৪ জন ও হাতিরঝিল থানা পাঁচজনকে গ্রেফতার করেছে।

যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, সোমবার (১২ জানুয়ারি) যাত্রাবাড়ী থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে ১৯ জনকে গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজত হতে ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ ইফতি (২৬) ২। মোঃ সোহেল (৪০) ৩। মোঃ ইফতি (২৩) ৪। সিনথিয়া ইসলাম (২২) ৫। মোঃ তাহের উদ্দিন (১৯) ৬। ফাহিম ইসলাম শুভ (৩১) ৭। মোঃ আতাউর রহমান (৩৩) ৮। মোঃ আতাউর রহমান (৩৩ ) ৯। মোঃ মানিক শিকদার (৪৮) ১০। মোঃ ফয়সাল জনি (৪৩) ১১। মোঃ সোহাগ (৩৫) ১২। মোঃ হেলাল হোসেন (৩৭) ১৩। মোঃ মনির হোসেন (৩৬) ১৪। মোঃ ফারুক (৪৫) ১৫। মোঃ রাকিব (২৬) ১৬। শামীম আহমেদ জয় (২৪) ১৭। মোঃ রবিন (২৫) ১৮। মোঃ জহিরুল ইসলাম (৩৫) ও ১৯। মোঃ শাহীন। (৩৫)।

বনানী থানা সূত্রে জানা যায়, সোমবার (১২ জানুয়ারি) বনানী থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে ১৪ জনকে গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজত হতে ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- ১। আমির হোসেন (৪৮) ২। মোহাম্মদ আব্দুল বাতেন (৪০) ৩। মোঃ রাজু (২৫) ৪। অপূর্ব চন্দ্র সরকার (২৫) ৫। মোঃ রুবেল হোসেন (৩০) ৬। মোঃ রাজু (৪৩) ৭। মোঃ জাহাঙ্গীর খরামী (৪৫) ৮। মোঃ সাজ্জাদ হোসেন (২৫) ৯। মোঃ রাসেল হোসেন (৩৪) ১০। মোঃ শামিম মল্লিক (২৮) ১১। মোঃ রাশেদ (২৪) ১২। মোঃ সিফাত (২৫) ১৩। সুমন মোল্লা (৩৫) ও ১৪। মামুন শেখ (২৩)।

কলাবাগান থানা সূত্রে জানা যায়, সোমবার (১২ জানুয়ারি) কলাবাগান নগর থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান পরিচালনা করে নিয়মিত মামলা ‍পুরাতন মামলা ও বিভিন্ন অপরাধে জড়িত ১ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতের নাম- মোঃ খলিল (৪০)।

এছাড়া রূপনগর থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৩ জানুয়ারি) রূপনগর থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে নিয়মিত মামলা, পুরাতন মামলা ও বিভিন্ন অপরাধে জড়িত ১৪ জনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ হানিফ (৪১) ২। মোঃ রাসেল (৩০) ৩। মোঃ হাসান আলী (১৯) ৪। মোঃ ইসমাইল হোসেন ওরফে মোঃ সোহেল (২৫) ৫। মোঃ রিফাত (১৯) ৬। মোঃ বাকি ব্যাপারী (৫০) ৭। মোঃ রিয়াজ আলী (৩০) ৮। মোঃ ইসমাইল হোসেন (৩২) ৯। মোঃ শাহিন (৫০) ১০। মোঃ রাশেদ (৩২) ১১। মোঃ আরিফুল ইসলাম ওরফে আরিফ মিয়া (১৯) ১২। মোঃ জুয়েল (১৮) ১৩। মোঃ শরীফ (২৮) ও ১৪। রিদয় (২২)।

হাতিরঝিল থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৩ জানুয়ারি) হাতিরঝিল থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে পাঁচ জনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ রইচ উদ্দিন শেখ (৩২) ২। মোঃ শামীম (২৬) ৩। মোঃ আনিছুর রহমান (৫২) ৪। মোঃ খোকন মিয়া (৪৫) ও ৫। তাহিরাত (২৩) ।

গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।