জুলাই-আগস্টে আন্দোলনের সময় যাত্রাবাড়ীতে ইমাম হাসান তাইম হত্যার ঘটনায় করা মামলায় পুলিশের এসআই সাজ্জাদ-উজ্জামানকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করেছেন চেম্বার আদালত। তাকে আত্মসমর্পনের নির্দেশ দেয়া হয়েছে।
বুধবার (২০ আগস্ট) বিচারপতি মো. রেজাউল হকের বিশেষ চেম্বার জজ আদালত এ আদেশ দেন। এর আগে হাইকোর্টের একটি বেঞ্চ এসআই সাজ্জাদ-উজ্জামানকে জামিন দেন। এ নিয়ে শহীদ পরিবারের সদস্যরা ব্যাপক সমালোচনা করেন। এ বিষয়ে গতকাল এক ফেসবুক পোস্টে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, জুলাই হত্যাকাণ্ডে শহীদ পরিবারের করা একটি মামলায় হাইকোর্ট পুলিশ বাহিনীর একজন সদস্যকে জামিন দিয়েছেন। এটি নিয়ে শহীদ পরিবারের সদস্যরা স্বাভাবিক ক্ষুব্ধ হয়েছেন। তবে এ জামিনের সঙ্গে আইন মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই।