Channel 24;চ্যানেল 24;চ্যানেল ২৪;www.channel24bd.tv
অপরাধ

মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৫

Reporter

রাজধানীর মোহাম্মদপুরে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সংশ্লিষ্ট মামলায় তাদের আদালতে পাঠানো হয়েছে।

এর আগে বুধবার (১০ সেপ্টেম্বর) দিনব্যাপী মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই ১৫ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- মো. সাহিল (৪৮), মো. আনোয়ার হোসেন (৪৮), মো. মিন্টু (৩৫), মাসুম (৩৫), রুবেল (২৫), মো. ফয়েজ (৩০), সোহান ইসলাম (২১), মো. সজীব (২০), মোহাম্মদ ফয়সাল (৩০), মো. শরীফ মিয়া (২২), মোহাম্মদ আলী (২২), সাহাব উদ্দিন, রায়হান ওরফে মোটা রায়হান (৩৪), মোহাম্মদ আলী (৪৩) ও মোহাম্মদ দিদারুল আলম চৌধুরী (৪৮)। অভিযানে তাদের কাছ থেকে ১৬০ পুরিয়া গাঁজা জব্দ করা হয়েছে।

মোহাম্মদপুর থানা পুলিশ জানায়, অভিযানে মাদক ও পরোয়ানামূলে ৮ জন ছাড়াও দূসত্যার মামলায় ২ জন, ডাকাতির প্রস্তুতির মামলায় ২ জন এবং ডিএমপি অধ্যাদেশমূলে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার সংশ্লিষ্ট মামলায় তাদের আদালতে পাঠানো হয়েছে।