ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৫ টি বাস, ১ টি ট্রাক, ৪ টি কাভার্ডভ্যান, ১৪ টি সিএনজি ও ৪৬ টি মোটরসাইকেলসহ মোট ১৩৩ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ৮ টি বাস, ৬ টি ট্রাক, ১ টি কাভার্ডভ্যান, ২৩ টি সিএনজি ও ১২১ টি মোটরসাইকেলসহ মোট ১৮২ টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ২৪ টি বাস, ৪ টি ট্রাক, ১১ টি ক্যাভার্ড ভ্যান, ৬২ টি সিএনজি ও ১৪১ টি মোটরসাইকেলসহ মোট ২৮১ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৪৫ টি বাস, ৩৯ টি ট্রাক, ৪২ টি কাভার্ডভ্যান, ৪০ টি সিএনজি ও ১৫৪ টি মোটরসাইকেলসহ মোট ৩৭৫ টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজঁগাও বিভাগে ১৩ টি বাস, ১ টি ট্রাক, ৮ টি কাভার্ডভ্যান, ২৮ টি সিএনজি ও ১২১ টি মোটরসাইকেলসহ মোট ২২৪ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৩৩ টি বাস, ৭ টি ট্রাক, ১৯ টি কাভার্ডভ্যান, ৩৭ টি সিএনজি ও ২২৫ টি মোটরসাইকেলসহ মোট ৩৯৪ টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ১২ টি বাস, ৬ টি ট্রাক, ১৬ টি ক্যাভার্ডর্ভ্যান, ৪৮ সিএনজি ও ১০৬ টি মোটরসাইকেলসহ মোট ২৬১ টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ১৬ টি বাস, ৮ টি কাভার্ডভ্যান, ১১ টি সিএনজি ও ৪১ টি মোটরসাইকেলসহ মোট ১৬২ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৪৬৩ টি গাড়ি ডাম্পিং ও ১৮৯ টি গাড়ি রেকার করা হয়েছে।
বরিবার (১১ জানুয়ারি ২০২৬) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।