অপরাধ

কারাগার ভেঙে পালানো ১১ মামলার পলাতক আসামি সাইফুল গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

সাতক্ষীরা জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া ১১ মামলার আসামি সাইফুল ইসলামকে (২৬) গ্রেফতার করেছে র‍্যাব।

বুধবার (২০ আগস্ট) দুপুরে সাতক্ষীরা পৌরসভার চালতেতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সাইফুলের বাড়ি সাতক্ষীরা পৌরসভার ইটাগাছা এলাকায়।

সাতক্ষীরা র‍্যাব ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম জানান, প্রাথমিক তথ্যানুসন্ধানে জানা গেছে সাইফুল অস্ত্র, বিস্ফোরক, নারী ও শিশু নির্যাতনসহ ১১টি মামলার আসামি হিসেবে সাতক্ষীরা জেলা কারাগারে অন্তরীণ ছিলেন।

গত বছরের ৫ আগস্ট সন্ধ্যায় জেল গেটের তালা ভেঙে কারাগার থেকে পালিয়ে যান সাইফুল। এরপর থেকেই পলাতক ছিলেন তিনি। গ্রেফতারের পর তাকে সাতক্ষীরা থানায় হস্তান্তর করা হয়েছে।