অপরাধ

দোহারে আওয়ামী লীগের দুই নেত্রী-নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

ঢাকা জেলার দোহার উপজেলায় আওয়ামী লীগের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বুধবার (২১ আগস্ট) কেরানীগঞ্জ এলাকা থেকে গ্রেফতার হন উপজেলা আওয়ামী লীগের সক্রিয় সদস্য সাজেদা ইসলাম শেখ রুনু (৩৬)। অভিযোগ রয়েছে, ৫ আগস্টের পর থেকে তিনি নিয়মিত ফেসবুকে রাষ্ট্রবিরোধী পোস্ট শেয়ার ও নাশকতার চেষ্টা চালাচ্ছিলেন। রুনু দোহার উপজেলা আওয়ামী লীগের সদস্য ছাড়াও ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদিকা এবং উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ছিলেন।

এছাড়া, ডিএমপি ও ডিবির যৌথ অভিযানে আটক করা হয়েছে দোহার উপজেলার কুখ্যাত সন্ত্রাসী হিসেবে পরিচিত শফিকুল ইসলাম সেন্টু ওরফে পীর সেন্টু ওরফে হজ বাবাকে। তিনি দোহার পৌর আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য। অতীতে তিনি ঢাকা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও দোহার উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন।

সেন্টুর বিরুদ্ধে ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার অভিযোগ রয়েছে। স্থানীয়ভাবে তিনি সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান ও উপজেলা চেয়ারম্যান আলমগীরের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।