অপরাধ

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৩৯৫ মামলা

নিজস্ব প্রতিবেদক

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১৩৯৫ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৩ টি বাস, ১ টি ট্রাক, ১৬ টি কাভার্ডভ্যান, ৭৫ টি সিএনজি ও ২২০ টি মোটরসাইকেলসহ সহ মোট ৩৬৮ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৫ টি বাস, ৭ টি ট্রাক, ৩ টি কাভার্ডভ্যান, ৭ টি সিএনজি ও ৮৩ টি মোটরসাইকেলসহ মোট ১১৫ টি মামলা হয়েছে। ট্রাফিক-তেজগাঁও বিভাগে ২ টি বাস, ১ টি ট্রাক, ৮ টি কাভার্ডভ্যান, ১৫ টি সিএনজি ও ১০৫ টি মোটরসাইকেলসহ মোট ১৫৬ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১ টি বাস, ৩ টি ট্রাক, ৪ টি কাভার্ডভ্যান, ৩টি সিএনজি ও ১২৫ টি মোটরসাইকেলসহ মোট ১৫৩ টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-গুলশান বিভাগে ২১ টি বাস, ৪ টি কাভার্ডভ্যান, ১৯ টি সিএনজি ও ১০৭ টি মোটরসাইকেলসহ মোট ১৯১ টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৯ টি বাস, ১ টি ট্রাক, ৩ টি কাভার্ডভ্যান, ১৫ টি সিএনজি ও ৫৪ টি মোটরসাইকেলসহ মোট ১৩৯ টি মামলা হয়েছে। ট্রাফিক-রমনা বিভাগে ১ টি বাস, ১ টি ট্রাক, ৩টি কাভার্ডভ্যান, ১ টি সিএনজি ও ৩০ টি মোটরসাইকেলসহ মোট ৬৮ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ২ টি বাস, ৮ টি ট্রাক, ৩ টি কাভার্ডভ্যান, ২১ টি সিএনজি ও ১৫৬ টি মোটরসাইকেলসহ মোট ২০৫ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৩০৮ টি গাড়ি ডাম্পিং ও ৭৯ টি গাড়ি রেকার করা হয়েছে।

গত সোমবার (১৭ নভেম্বর ২০২৫) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।