অপরাধ

গুলশানে ৮৭ বোতল বিদেশি মদ সহ তিন মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর গুলশান এলাকা থেকে ৮৭ বোতল বিদেশি মদ সহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি-গুলশান বিভাগ। গ্রেফতারকৃতরা হলো- ১। মোহাম্মদ মাসুদ (৪৮) ২। আব্দুল কাদের সিদ্দিকী (৩৮) ও ৩। রঞ্জিত বালা (৪৭) । 

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাত ১২:৩০ ঘটিকায় গুলশান থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে ডিবি-গুলশান বিভাগের জোনাল টিম।

ডিবি সূত্রে জানা যায়, ডিবি-গুলশান বিভাগের জোনাল টিম গোপন সংবাদের ভিত্তিতে  গুলশান থানাধীন গুলশান-০২ এর  RAW CANVAS রেস্টুরেন্টে মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে। সেখানে অভিযান পরিচালনাকালে ৮৭ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় মোহাম্মদ মাসুদ, আব্দুল কাদের সিদ্দিকী ও রঞ্জিত বালা নামে তিন জনকে রেস্টুরেন্ট থেকে  গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান পিপিএম, এই তথ্য নিশ্চিত করেন।