রাজধানীর যাত্রাবাড়ী থেকে ৭০,০০০ পিস ইয়াবা ও ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃতরা হলো: ১। মোঃ শরিয়ত উল্লাহ (৪৩) ২। মোঃ রহিম বাদশা (৩৬) ও ৩। মোঃ দেলোয়ার হোসেন লিটন (৪৩)।
ডিবি মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, শুক্রবার (১৯ সেপ্টেম্বর ২০২৫) বিকাল আনুমানিক ০৫:৩০ ঘটিকায় গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে কক্সবাজার থেকে একটি কাভার্ড ভ্যানে ঢাকায় ইয়াবা আসছে। এই তথ্যের ভিত্তিতে মতিঝিল গোয়েন্দা বিভাগের একটি টিম যাত্রাবাড়ী থানাধীন শনির আখড়া এলাকায় (ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক) অবস্থান নেয়। পরবর্তীতে ০৫:৩০ ঘটিকায় উক্ত কাভার্ড ভ্যানসহ শরিয়ত উল্লাহ ও রহিম বাদশাকে আটক করতে সক্ষম হয়। এসময় কাভার্ড ভ্যান তল্লাশি করে ভ্যানের ভিতর বিশেষ কায়দায় তৈরী গোপন প্রকোষ্ঠ থেকে এই ৭০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়।
ডিবি মতিঝিল বিভাগ সূত্রে আরও জানা যায়, শনিবার (২০ সেপ্টেম্বর ২০২৫) বিকাল আনুমানিক ০৪.৪০ ঘটিকায় গোপন তথ্যের ভিত্তিতে ডিবি-মতিঝিল বিভাগের একটি টিম যাত্রাবাড়ী থানাধীন ঢাকা চট্টগ্রাম মহাসড়কের রায়েরবাগ বাসস্ট্যান্ড এলাকা থেকে ৫২ কেজি গাঁজা ও একটি পিকআপসহ দেলোয়ার হোসেন লিটনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা পেশাদার মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে কক্সবাজার ও কুমিল্লা থেকে মাদক এনে রাজধানী ঢাকা সহ এর আশপাশের জেলায় বিক্রয় করত মর্মে স্বীকার করে।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।