অপরাধ

সালমান শাহ হত্যা পুনঃতদন্তের নির্দেশ আদালতের, সালমানের মায়ের রিভিশন মঞ্জুর

নিজস্ব প্রতিবেদক

ঢাকাই চলচ্চিত্রের উজ্জ্বল নক্ষত্র সালমান শাহ হত্যা মামলা পুনরায় তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। তার মা নীলা চৌধুরীর রিভিশন আবেদন মঞ্জুর করে হত্যা মামলা চলবে বলে জানিয়েছেন আদালত।

সোমবার (২০ অক্টোবর) রাজধানীর মহানগর দায়রা জজ আদালত এ আদেশ দিয়েছেন।

জানা গেছে, সালমান শাহর মৃত্যুর পর তার বুকের বাম পাশো কালো দাগ ছিল। এমনকি মল ও বীর্যও বের হয়েছিল। তার ঘরে সিরিঞ্জ, স্ত্রীর ব্যাগে ক্লোরোফরম ওষুধ পাওয়া যায়। তখন আত্মহত্যার প্ররোচনার মামলা হয়নি। পোস্ট মর্টেমে উল্লেখ ছিল আত্মহত্যা। আর সিবিআইয়ের তদন্তে গড়মিল ছিল।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৫ বছরে মৃত্যু হয় সালমান শাহর। তখন তার মৃত্যুকে ‘আত্মহত্যা’ বলে দাবি করেন অভিনেতার সাবেক স্ত্রী সামিরা হক। কিন্তু সালমান শাহর পরিবার দাবি করেন, এটি কোনোভাবেই আত্মহত্যা নয়; বরং সুপরিকল্পিত একটি হত্যাকাণ্ড।

প্রসঙ্গত, সালমান শাহ গুটি কয়েক বছরের ক্যারিয়ারে অভিনয়গুণে জায়গা করে নেন দর্শকহৃদয়ে। তবে এখনো তার সেই অভিনয় দক্ষতার প্রভাব বেশ বিস্তৃত। আর মৃত্যুর এতবছর পরও তার তারকাখ্যাতি যেন আকাশসমান।

সালমান শাহকে বলা হয় ৯০ দশকের শ্রেষ্ঠ নায়ক। তার প্রকৃত নাম ছিল শাহরিয়ার চৌধুরী ইমন। বাবা কমর উদ্দিন চৌধুরী ও মা নীলা চৌধুরী। ক্যারিয়ারের শুরুতে ছোটপর্দায় কাজ করেছেন সালমান শাহ। ‘আকাশ ছোঁয়া’, ‘দোয়েল’, ‘সব পাখি ঘরে ফেরে’, ‘সৈকতে সারস’, ‘নয়ন’ ও ‘স্বপ্নের পৃথিবী’ নাটকে অভিনয় করেছেন তিনি। পাশাপাশি অনেক বিজ্ঞাপনও করেছেন।

এ তারকার সবশেষ সিনেমা ছিল ‘বুকের ভেতর আগুন’। তার সঙ্গে জুটি বেঁধে সবচেয়ে বেশি ১৩টি সিনেমায় অভিনয় করেছেন চিত্রনায়িকা শাবনূর।