মব সৃষ্টি করে সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদাকে হেনস্তা ও শারীরিকভাবে লাঞ্ছনার ঘটনায় জড়িত থাকার অভিযোগে হানিফ মিয়া নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
যৌথবাহিনীর একটি দল গতকাল সোমবার (২৩ জুন) রাতে তাকে আটক করে উত্তরা পশ্চিম থানায় হস্তান্তর করে। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়।
গ্রেপ্তার হানিফ মিয়া উত্তরা পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব।
এর আগে গত রোববার কে এম নূরুল হুদাকে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করে পুলিশ। এসময় পুলিশের উপস্থিতিতেই তাকে নানাভাবে লাঞ্ছিত করা হয়। শারীরিকভাবেও হেনস্তা করা হয় সাবেক এই সিইসিকে। আর এ ঘটনার একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হলে সমালোচনার ঝড় ওঠে।