অপরাধ

এনএসআই পরিচয়ে তুরস্কের নাগরিকের কাছে অর্থ দাবির ঘটনায় গ্রেফতার ০১

Reporter

রাজধানীতে তুরস্কের এক নাগরিকের কাছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) কর্মকর্তা পরিচয়ে অর্থ দাবির অভিযোগে এক প্রতারককে গ্রেফতার করেছে ডিএমপির গুলশান থানা পুলিশ।

শনিবার (২০ সেপ্টেম্বর ২০২৫) দুপুর আনুমানিক ২:৩০ ঘটিকায় মিরপুরের পূর্ব কাজীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতের নাম- ১। মোঃ রুবেল হোসেন (৩৮) ।

গুলশান থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ৩১ আগস্ট ২০২৫ সকাল আনুমানিক ০৯.৫১ ঘটিকায় টার্কিশ এয়ারলাইনস কর্মকর্তা সেরকান আকান তার বাসা থেকে কর্মস্থলে যাওয়ার প্রস্তুতিকালে অজ্ঞাতনামা নাম্বার থেকে এনএসআই পরিচয়ে একটি কল আসে। ফোনকলকারী নিজেকে এনএসআই গুলশান জোনের এডি আব্দুল মুহিন পরিচয় দেন এবং বলেন তার পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য ফোন দিয়েছেন। সেরকান তখন তার দোভাষীর সাথে কথা বলিয়ে দেন। এনএসআই এর এডি পরিচয়দানকারী এ সময় তার পাসপোর্ট নম্বর ও জন্ম তারিখ মিলিয়ে নেয় এবং বলে তার পাসপোর্ট ভেরিফিকেশন করে এসবিতে জমা দিতে হবে। এই কাজের জন্য পাঁচ হাজার টাকা দিতে হবে। না হলে ভেরিফিকেশন আটকে দিবে তখন এক লক্ষ টাকা দিতে হবে। সেরকান তখন তাকে টাকা দিতে অস্বীকার করলে এনএসআই কর্মকর্তা পরিচয়দানকারী ব্যক্তি তাকে নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করে। বিষয়টি পরবর্তীতে টার্কিশ এয়ারলাইনস কর্তৃপক্ষের মাধ্যমে থানায় লিখিতভাবে জানানো হলে গুলশান থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।

গুলশান থানা সূত্রে আরও জানা যায়, মামলাটি তদন্তকালে তথ্যপ্রযুক্তির সহায়তায় গুলশান থানা পুলিশের একটি টিম শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ০২:৩০ ঘটিকায় পূর্ব কাজীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে এনএসআই এর সহকারী পরিচালক পরিচয়দানকারী রুবেলকে গ্রেফতার করে। এসময় তার হেফাজত থেকে একটি মোবাইল সিম ও বিভিন্ন লোকের পাসপোর্টের তথ্যসম্বলিত বিভিন্ন কাগজপত্র উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।