অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর পল্লবী ও নিউমার্কেট থানাধীন বিভিন্ন অপরাধ প্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৩০ জনকে গ্রেফতার করেছে ডিএমপির পল্লবী ও নিউমার্কেট থানা পুলিশ।
নিউমার্কেট থানা সূত্রে জানা যায়, বুধবার (৮ অক্টোবর ২০২৫) দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে অত্র থানা এলাকার বিভিন্ন স্থান হতে নয় জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ সজল মিয়া (৪২) ২। মোঃ বজলু (৩৯) ৩। ইউসুফ (৩৯) ৪। মোঃ জহির (৪০) ৫। মোঃ মনির হোসেন (৩৮) ৬। মোঃ ইউসুফ (৩৯) ৭। মোঃ হবিবুর রহমান (৪০) ৮। আশরাফুল ইসলাম (১৯) ও ৯। মোঃ সাহাবুদ্দিন (৪০)।
অপরদিকে পল্লবী থানা সূত্রে জানা যায়, বুধবার (৮ অক্টোবর ২০২৫) পল্লবী থানাধীন বিভিন্ন অপরাধ প্রবণ এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে পরোয়ানাভুক্ত আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত ২১ জনকে গ্রেফতার করে পল্লবী থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ মহিউদ্দিন (২২) ২। মোঃ আরমান (৩০) ৩। মোঃ শাকিল (২০) ৪। মোঃ সুজন (২৫) ৫। মোঃ নাহিদ হাসান (২৪) ৬। মোঃ কাওসার (১৮) ৭। মোঃ জাহিদ (২২) ৮। মোঃ রিয়াজ (১৯) ৯। মোঃ আঃ করিম (২০) ১০। স্বপন হোসেন (৩৫) ১১। মোঃ নবাব (২২) ১২। মোঃ সোহেল (২০) ১৩। মোঃ রফিক (২৩) ১৪। মোঃ কবির আহমেদ (২০) ১৫। মোঃ আরিফ (২১) ১৬। মোঃ খাইরুল ইসলাম (২০) ১৭। বিশাদ হাসান (২৩) ১৮। মোঃ শাকিল ১৯। মোঃ সোহান আহম্মেদ (২২) ২০। মোঃ তুষার খাঁন (২৫) ও ২১। মোঃ হাফিজুল ইসলাম (২২)। এ সময় তাদের কাছ থেকে ৬৪০ পিস ইয়াবা, দুই বোতল ফেনসিডিল, ৭৫ গ্রাম গাঁজাসহ অবৈধ মাদক দ্রব্য বিক্রয়ের নগদ দুই লক্ষ ৯২ হাজার ৯৯০ টাকা উদ্ধার করা হয়।
পল্লবী থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে নিয়মিত মামলার আসামি,পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।