রাজধানীর মগবাজার এলাকা হতে ৭০ বোতল Eskuf সিরাপ ও দুইটি মোটরসাইকেলসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি-গুলশান বিভাগ।
গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ রবিউল ইসলাম (৪৬) ২। মোঃ পারভেজ হোসেন (২২) ও ৩। মোঃ অমিত ভূঁইয়া (২৬)।
সোমবার (১২ জানুয়ারি) রাত আনুমানিক ৯:৫০ ঘটিকায় রাজধানীর হাতিরঝিল থানাধীন মগবাজার রেল ক্রসিং এলাকায় এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।
ডিবি-গুলশান বিভাগ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে ডিবি-গুলশান বিভাগের একটি চৌকস টিম হাতিরঝিল থানাধীন মগবাজার রেল ক্রসিং সংলগ্ন শহীদ তাজউদ্দীন আহমেদ সরণি এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে। এ সময় তার হেফাজত হতে ৭০ বোতল Eskuf সিরাপ ও মাদককাজে ব্যবহৃত ০২ টি মোটরসাইকেল জব্দ করা হয়। গ্রেফতারকৃতের বিরুদ্ধে হাতিরঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
ডিবি-গুলশান বিভাগ সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতরা মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় বিক্রি করতো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।