অপরাধ

সারা দেশে বিশেষ অভিযানে গ্রেফতার ১৫৬১

নিজস্ব প্রতিবেদক

সারা দেশে বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় আরও এক হাজার ৫৬১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৬ অক্টোবর) পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ.এইচ.এম. শাহাদাত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গ্রেফতারদের মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি এক হাজার ৭৭ জন। এছাড়া অন্যান্য ঘটনায় গ্রেফতার করা হয়েছে ৪৮৪ জনকে।

অভিযানে গ্রেফতারের পাশাপাশি একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, এক রাউন্ড গুলি, দুটি ককটেল ও একটি কুড়াল উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।