অপরাধ

৩৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার ০২

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর নিউমার্কেট এলাকা থেকে ৩৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

গ্রেফতারকৃতরা হলো- ১। মোহাম্মদ রাকিব হোসেন (৩১) ও ২। মিন্টু ব্যাপারী (৩৫)।

সিটিটিসি সূত্রে জানা যায়, বুধবার (০১ অক্টোবর) রাত আনুমানিক ০৯:৪৫ ঘটিকায় সিটিটিসি'র সিটি-অ্যাডমিন অ্যান্ড লজিস্টিকস বিভাগের একটি টিম নিউমার্কেট থানাধীন ১৮ নং ওয়ার্ডের পুরাতন পোস্ট অফিস এলাকায় অভিযান পরিচালনা করে ৩৫০ গ্রাম গাজা ও ছয় হাজার টাকা সহ তাদেরকে গ্রেফতার করে।

এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মাদকের বিরুদ্ধে ডিএমপির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।