অপরাধ

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: সারাদেশে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৬৯৮

নিজস্ব প্রতিবেদক

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ বিশেষ অভিযানে সারা দেশে গত ২৪ ঘণ্টায় ৬৯৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এসময় ১৪টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, পুলিশি কার্যক্রমের অংশ হিসেবে এ সময়ে ২৮ হাজার ৭৬৬টি মোটরসাইকেল এবং ৪৩ হাজার ৩৫২টি গাড়ি তল্লাশি করা হয়েছে। 

এ ছাড়া তল্লাশিকালে ২৯১টি অবৈধ মোটরসাইকেল আটক করা হয়েছে।